নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার ভোর ৫টা নাগাদ দিল্লি বিমানবন্দর থেকে ইন্ডিগোর একটি বিমান বারাণসী উড়ে যাওয়ার আগে এমনই হুমকি-বার্তা আসে (ইন্ডিগোর 6E2211 )। তার পরেই তড়িঘড়ি বিমানে থাকা সব যাত্রীকে নামিয়ে তল্লাশি অভিযান শুরু হয়। যদিও এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত বিমানের ভিতর সন্দেহজনক কোনও বস্তুর সন্ধান মেলেনি।দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আপৎকালীন দরজা দিয়ে সব যাত্রীকে বিমানের বাইরে আনা হয়। প্রত্যেকেই নিরাপদে রয়েছেন। তবে বিমানে মোট কত জন যাত্রী ছিলেন, তা এখনও স্পষ্ট নয়।