Skip to content

পান্থপাদপের পুস্তক প্রদান কর্মসূচী!

নিজস্ব সংবাদদাতা : পান্থপাদপ সোসাইটির উদ্যোগে মেদিনীপুর শহরের উপকণ্ঠে অবস্থিত বিশ্বশুক আশ্রমে এক ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে একাদশ শ্রেণির ৮ জন ও দ্বাদশ শ্রেণির ৩৮ জন আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা মেধাবী ছাত্র-ছাত্রীর প্রয়োজনীয় পাঠ্য পুস্তক তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বশুক আশ্রমের নীলকমল মহারাজ, সোসাইটির সম্পাদক সুব্রত দত্ত, সোসাইটির সভাপতি সুশান্ত ঘোষ, সক্রিয় সদস্য দেবব্রত দত্ত, ড.গণেশ তোষ, সন্দীপ জানা, সরোজ মান্না, তনুশ্রী সরকার, অপরাজিতা রায় দত্ত, ঈশানী দত্ত, দিব্যেন্দু সাহা, বাসুদেব ঘোষ, বাপ্পাদিত্য সাহা,মলয় ঘোষ মুন্না ঘোষ প্রমুখ। সোসাইটির সহযোগিতায় আশ্রয়ের পক্ষ থেকে ছাত্র-ছাত্রী ও সোসাইটির প্রত্যেকের জন্য দুপুরের আহারের ব্যবস্থা করা হয়। আশ্রমের আশ্রমিক, শিক্ষক তথা সোসাইটির সদস্য দেবব্রত দত্তে অক্লান্ত পরিশ্রমে এই অনুষ্ঠানটি পূর্ণতা পায়। এই অনুষ্ঠানে ক্ষুদে শিল্পী হিসেবে উপস্থিত ছিল নৈনিকা ঘোষ, ঐতিহ্য ঘোষ ও অগ্নিভ তোষ।সোসাইটির সম্পাদক ও সভাপতি জানান,এই ধরনের সামাজিক কাজ তাঁরা আগামীদিনেও নিয়োজিত থাকবেন এবং পরবর্তীকালে আরও বেশি সংখ্যক ছাত্র-ছাত্রীকে পাঠ্যপুস্তক প্রদান করা যায় সে বিষয়েও পদক্ষেপ গ্রহণ করবেন।

Latest