Skip to content

পান্থপাদপের সোসাইটির পুস্তক প্রদান!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : আবারও আর্থিকভাবে কিছুটা পিছিয়ে থাকা ছাত্রস-ছাত্রীদের পাশে দাঁড়াতে এগিয়ে হলো পান্থপাদপ সোসাইটি। সামাজিক সংগঠন ধর্মা পশ্চিম মেদিনীপুর পান্থপাদপ সোসাইটির উদ্যোগে দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের মধ্যে পুস্তক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো শুক্রবার। এদিন সকালে মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দির এলাকায় পুস্তক ভবনে আয়োজিত এক ঘরোয়া কর্মসূচিতে দ্বাদশ শ্রেণীর আঠারো জন ছাত্র ছাত্রীর হাতে পুস্তক তুলে দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক সুব্রত দত্ত, সদস্য দেবব্রত দত্ত, সুদীপ কুমার খাঁড়া,সরোজ মান্না, সন্দীপ জানা,দিব্যেন্দু সাহা,মলয় ঘোষ প্রমুখ। সংস্থার পক্ষ থেকে জানানো হয়,সংস্থার উদ্যোগে একাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের পুস্তক প্রদানের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। আর্থিকভাবে পিছিয়ে থাকা মেধাবী ছাত্র-ছাত্রীদের আবেদন গ্রহণ শুরু হয়েছে। সংস্থার সভাপতি সুশান্ত কুমার ঘোষ জানিয়েছেন, আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের এবারে মাধ্যমিক পরীক্ষার্থীরা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার মার্কশিট ও মাধ্যমিক টেস্ট পরীক্ষার মার্কশিট সহ সংস্থার নিকট আবেদন করতে পারেন।

Latest