Skip to content

বর্ধমান স্টেশনে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক

বর্ধমান রেল স্টেশনে ভেঙে পড়ল দুই ও তিন নম্বর প্লাটফর্মে থাকা জলের ট্যাঙ্ক, আহত বেশ কয়েকজন। আগেও এই বর্ধমান স্টেশনেই প্ল্যাটফর্ম ভেঙে পড়ায় আহত হয়েছিল বেশ কয়েক জন। এই বিশালাকার ট্যাঙ্ক ভেঙে পড়ায় স্টেশনের ১,২,৩ ও ৪ নম্বর প্লাটফর্মে বন্ধ ট্রেন চলাচল। সূত্রের খবর ১৫ হাজার ৮০০ গ্যালনের বিশাল জলের ট্যাঙ্কটি রাখা ছিল বর্ধমান স্টেশনের ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের উপরে। সেটিই ভেঙে পড়ে এদিন দুপুরে, সেই সময় প্লাটফর্মে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন যাত্রী, তাদের গায়ের ওপরই ভেঙে পড়ে বিশালাকার এই জলের ট্যাঙ্ক। আহতদের মধ্যে একজনের আহত বেশ গুরুতর, রয়ে গেছে মৃত্যুর আশঙ্কা। আশে পাশে থাকা যাত্রীরা ছুটে আসে, আসে রেলপুলিস ও দমকল কর্মীরা। বর্তমানে আহতদের বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে, চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। এই ঘটনায় ফের যাত্রীরা প্রশ্ন তুলেছে স্টেশনের রক্ষণাবেক্ষনের ওপর।

Latest