Skip to content

বৃহস্পতিবার কীভাবে করবেন ব্রত পালন?

1 min read

নিজস্ব প্রতিবেদন : বৃহস্পতিবার ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়। বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর জন্য উপবাস রাখা হয়। আপনি যদি প্রথমবার ব্রত  শুরু করেন তবে মনে রাখবেন যে কোনও মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবার এর উপবাস শুরু করুন।যদি বৃহস্পতিবার ব্রত  রাখা হয় তবে তাদের মোট সংখ্যা ১৬ হওয়া উচিত। অর্থাৎ ১৬ বৃহস্পতিবার পর্যন্ত ব্রত  পালন করবেন।

Latest