পূর্ব মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : বর্ষবরণের রাতে বহু মানুষই থাকবে মত্ত অবস্থায়। তাই যে কোনও ধরণের অশান্তি এড়াতে তৎপর দিঘা থানার পুলিশ। সরকারি নিয়ম অমান্য করে যদি কেউ কিছু করেন তাহলে অভিযোগের ভিত্তিতে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন দিঘা থানার ওসি অভিজিৎ পাত্র। গভীর রাত পর্যন্ত মাইক বাজানো বা উচ্চগ্রামে ডিজে বাজানোর অভিযোগ জমা পড়লেই ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।আর এবার থার্টি ফার্স্ট নাইট অর্থাৎ বর্ষবরণের রাতে দিঘায় বাড়তি নিরাপত্তা দিতে তৎপর পুলিশ। নতুন বছরকে স্বাগত জানানোর কাউন্টডাউন শুরু। থার্টিফার্স্ট নাইটে রঙিন আনন্দে মেতে উঠতে প্রস্তুত রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘা। বিভিন্ন হোটেলে তোড়জোড়ের পাশাপাশি, দিঘার সৈকত এলাকায় বর্ষবিদায় ও বর্ষবরণের অনুষ্ঠানে মেতে উঠেছে প্রস্তুত পর্যটক থেকে স্থানীয় মানুষজন।