ঢাকা, জাকির হোসেন: নির্মম বাংলাদেশ। বাংলাদেশেরঝিনাইদহের কালীগঞ্জে নদীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে ধর্ষণের পরে ৪০ বছর বয়সি সেই মহিলাকে গাছে বেঁধে রেখে তাঁর চুল কেটে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় নির্যাতনের সময় জ্ঞান হারিয়ে ফেলেন সেই মহিলা। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান।

বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে সোমবার ক্রমান্বয়ে কড়া সমালোচনা করলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন । তসলিমা নাসরিন, তার সোশ্যাল মিডিয়াতে বলেন শাহিন আর হাসান, দুই মুসলমান, এক হিন্দু বিধবা নারীকে হেনস্থা করেছে, ধর্ষণ করেছে। শাহিন আর হাসান কি শাস্তি পাবে? নাকি হিন্দু নির্যাতনের ব্যাপারেও ইনডেমনিটি অধ্যাদেশ জারি হয়েছে? ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় অভিযুক্ত শাহিন এবং হাসান সেই মহিলার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। নির্যাতিতা দুই দুষ্কৃতীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে নির্যাতিতা দাবি করেন, প্রায় আড়াই বছর আগে কালীগঞ্জ পৌর এলাকার নদীপাড়া থেকে বিধবার কাছে থাকা দুইতলা বাড়ি ও জমি কিনেছিল শাহিন। এরপর থেকেই শাহিন নাকি কুপ্রস্তাব দিত সেই মহিলাকে। এদিকে শাহিনের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন ভাবে আগেও তাকে হেনস্থা করা হয়েছিল বলে অভিযোগ নির্যাতিতার।