Skip to content

মেদিনীপুর শহরের দেশবন্ধু নগরে বুদ্ধপূর্ণিমা পালন করা হলো!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : “বুদ্ধং শরণং গচ্ছামিধম্মং শরণং গচ্ছামিসঙ্ঘং শরণং গচ্ছামি "এই আপ্ত বাক্য পাঠের মধ্যে দিয়েই বুদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে সারাদিন ব্যাপি অনুষ্ঠান পালন করলো পশ্চিম মেদিনীপুর জেলা বৌদ্ধ সমিতি। যা নিয়ে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা ভক্তদের মধ্যে।মূলত এদিন ছিল বুদ্ধ পূর্ণিমা আর এই বুদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে মেদিনীপুর শহরের দেশবন্ধু নগর তাম্রলিপ্ত বুদ্ধ বিহারে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করেছিল জেলা বৌদ্ধ সমিতির লোকজন।

প্রথমে পুজো পার্বণ মোমবাতি জ্বালিয়ে স্মরণ।এরপর বসে ধ্যানের আসর।দুপুই বিকেল নাগাদ কম্পিটিশনের পুরস্কার বিতরণী এরপর বস্ত্র বিতরণ ও নানান ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটিকে বিশেষভাবে পালন করা হয়।যা নিয়ে ব্যাপক উৎসাহ ছড়িয়ে পড়ে বৌদ্ধ সমিতির মানুষজনের মধ্যে।এদিন এক এরকমই ছবি দেখা গেল মেদিনীপুর শহরে।যদিও এই নিয়ে উদ্যোক্তারা বলেন বহু পুরানো এই মন্দির। এক সময় অন্য জায়গায় পুজো হতো কিন্তু আস্তে আস্তে আমরা এই মেদিনীপুর শহরেই পুজো শুরু করেছি। আগে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই বুদ্ধ পূর্ণিমা আমরা পালন করলাম।

Latest