Skip to content

ভোট কি দিতে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য?

নিজস্ব সংবাদদাতা : প্রাক্তন মুখ্য়মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ছোট্ট একটা ফ্ল্যাটে থাকেন তিনি। গত কয়েক বছর ধরেই অসুস্থ। মাঝে অসুস্থতা কিছুটা বেড়েছিল। একটি সময় ছিল যখন ভোটের দিনে বুদ্ধদেব ভট্টাচার্য, স্ত্রী, সন্তানকে নিয়ে ভোট দিতেন। ভোট দেওয়ার পরে সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ত তাঁর ছবি। কিন্তু এবার কী হবে?সূত্রের খবর, এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে সম্ভবত বুদ্ধদেব ভট্টাচার্য এবার ভোট দিতে যেতে পারবেন না।তবে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্য বাংলা তথা জাতীয় রাজনীতি সম্পর্কে আজও খোঁজখবর নেন। নিয়মিত খবরের কাগজ পড়ে শোনাতে হয় তাঁকে। এমনকী নতুন প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে তিনি কিছুটা উদ্বেগের মধ্য়ে থাকেন বলে কিছুদিন আগেই তাঁর পরিবারের তরফে বলা হয়েছিল। এদিকে ২০২৪ সালের ১ মার্চ তিনি ৮০ বছর পেরিয়ে ৮১ বছরে পা দিয়েছিলেন বলে খবর। 

Latest