Skip to content

পশ্চিমবঙ্গের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থীতালিকা ঘোষণা করল তৃণমূল!

1 min read

নিজস্ব সংবাদাতা:  রবিবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় প্রার্থীতালিকা প্রকাশ করেন তৃণমূলের এক মুখপাত্র। আগামী ১৩ নভেম্বর ভোটগ্রহণ হবে এই ৬ কেন্দ্রে। শনিবার সন্ধ্যায় ৬ কেন্দ্রের জন্য প্রার্থী ঘোষণা করে দিয়েছিল বিজেপি। তার পর তৃণমূলের প্রার্থীতালিকার অপেক্ষায় ছিলেন দলের কর্মীরা। রবিবারের বারবেলায় এল সেই তালিকা।তৃণমূলের প্রার্থীতালিকা অনুসারে সিতাই কেন্দ্রে সঙ্গীতা রায়। মাদারিহাটে জয়প্রকাশ টপ্পো, তালডাংরায় ফল্গুনি সিংহবাবু, মেদিনীপুরে সুজয় হাজরা, হাড়োয়ায় শেখ রবিউল ইসলাম ও নৈহাটিতে সনৎ দে লড়াই করবেন। প্রয়াত সাংসদ হাজি নুরুল ইসলামের জায়গায় তাঁর ছেলে শেখ রবিউল ইসলামকে প্রার্থী করেছে তৃণমূল। সাধারণত উপনির্বাচনের ফল শাসকদলের পক্ষে যায়। যে ৬টি কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে তার মধ্যে ৫টি ছিল তৃণমূলের দখলে। আগামী ১৩ নভেম্বর রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ফল ঘোষণা হবে গণনা ২৩ নভেম্বর। এই উপনির্বাচন ঘিরে রাজনীতির পারদ ক্রমশ চড়বে বলেই মনে করা হচ্ছে। কারণ আর জি কর কাণ্ড এবং তার পর থেকে একের পর নারী নির্যাতনের ঘটনায় শাসকদলের উপর চাপ বেড়েছে। বিরোধীরা লাগাতার সুর চড়িয়ে চলেছে। তাই উপ নির্বাচন তৃণমূলের কাছে যেমন পরীক্ষা, তেমনই বিরোধী শিবিরের কাছেও এই উপ নির্বাচন গুরুত্বপূর্ণ।লোকসভা নির্বাচনের মতো এবারও তৃণমূল বাজিমাত করবে, না কি লড়াই হবে হাড্ডাহাড্ডি, সেদিকে তাকিয়ে রাজ্যবাসী।

Latest