নিজস্ব সংবাদদাতা: নির্বাচন কমিশন জানায় পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভার আসনে উপনির্বাচন হবে আগামী ১৩ নভেম্বর। এলাকাগুলি হল যথাক্রমে- তালডাংরা, সিতাই, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও মাদারিহাট। মূলত এই ৬টি আসনের বিধায়করা চব্বিশের লোকসভা নির্বাচনে জয়ের পর বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। তার মধ্যে একুশের বিধানসভা নির্বাচনে মেদিনীপুর থেকে জিতেছিলেন তৃণমূলের জুন মালিয়া। চব্বিশের লোকসভা নির্বাচনে জয়ী হয়ে হন সাংসদ। একুশের বিধানসভা নির্বাচনে এই ৬টি আসনের মধ্যে ৫টি আসন জিতেছিল তৃণমূল। রেজাল্ট ২৩ নভেম্বর।