পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা : কাল শনিবার, ২৩ নভেম্বর রাত পোহালেই ভোট গণনা মেদিনীপুরে। এখানে উপনির্বাচনে লড়েছিলেন পাঁচ জন প্রার্থী। সেই ভোটের গণনার প্রস্তুতি তুঙ্গে মেদিনীপুরে। মেদিনীপুর বিধানসভার স্ট্রংরুম রয়েছে মেদিনীপুর কলেজ চত্বরে। গণনা শুরু হওয়ার কথা শনিবার সকাল ৮টায়। স্ট্রংরুম খোলা হবে গণনা পর্যবেক্ষক, রিটার্নিং অফিসার, প্রার্থী বা তাঁর প্রতিনিধির উপস্থিতিতেই। কমিশন সূত্রে খবর অনুযায়ী, মেদিনীপুরের উপনির্বাচনের গণনা হওয়ার কথা সর্বোচ্চ ১৭ রাউন্ড। কমিশন সূত্রে এও জানা যায় , বুথের ক্রমিক সংখ্যা অনুযায়ী গণনা হবে। ১ থেকে ১৪৬ নম্বর পর্যন্ত বুথ রয়েছে গ্রামাঞ্চলে। আর ১৪৭ থেকে ৩০৪ নম্বর পর্যন্ত বুথ শহরের। সেই দিক দিয়ে সব ঠিক থাকলে, শুরুতে গ্রামাঞ্চলের গণনা হবে। তারপর শহরের। উপনির্বাচনের রিটার্নিং অফিসার তথা মহকুমাশাসক (সদর) মধুমিতা মুখোপাধ্যায় জানান, ‘‘সুষ্ঠু ভোট হয়েছে। গণনাও সুষ্ঠুভাবে হবে।’’ অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তা থাকছে গণনাকেন্দ্রে, আশেপাশেও। মেদিনীপুরের উপনির্বাচনে সাধারণ পর্যবেক্ষক ছিলেন আইএএস শমিত শর্মা।