নিজস্ব প্রতিবেদন : মহাকাশ বিজ্ঞানে নতুন ইতিহাস ভারতের ৷ নির্দিষ্ট সময়েই চাঁদের বুকে নামল চন্দ্রযান-৩ ৷ চাঁদের দক্ষিণ মেরু এখনও সবার কাছেই অজানা। পৃথিবীর আর কোনও দেশ সেখানে পৌঁছতে পারেনি। সেখানেই পৌঁছে নতুন কীর্তি গড়ল ভারত। উত্তেজনায় ফুটছে গোটা দেশ ও তৈরি হল ইতিহাস ৷ভালোবাসার মানুষটির জন্য চাঁদ মাটিতে আনার কথা বলেছিলেন প্রেমিক শাহরুখ খান! আড়াই দশক পুরোনো ‘ইয়েস বস’ ছবির গানের লাইন ধার করে এদিন ভারতবাসীকে শুভেচ্ছা জানালেন কিং খান। চাঁদমামা এখন ভারতবাসীর ‘হাতের মুঠোয়’। সফল চন্দ্রযান ৩! চাঁদের মাটি ছুঁয়ে ফেলেছে বিক্রম, এদিন নির্ধারিত সময়ের কিছু আগেই চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে চন্দ্রযান ৩-র ল্যান্ডার বিক্রম। আজ ১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন।