Skip to content

মেদিনীপুরে মহিলা থানায় অত্যাচারের অভিযোগ ভূমিকা নিয়ে সতর্ক করল হাইকোর্ট!

নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর মহিলা থানার অত্যাচারের অভিযোগ ভিতরে গায়ে গরম মোম ঢেলে SFI নেত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, "সিসিটিভি ফুটেজ আমি দেখেছি। নির্যাতনের প্রমাণ আছে। কাউকে আটক বা গ্রেফতার করে অত্যাচার করা এবং সেই অত্যাচার করে উল্লসিত হওয়াটা চলতে পারে না। থানায় মোম দেখা গেছে। বিচারপতি প্রশ্ন করেন ১৭ ঘণ্টার মধ্যে ১৩ ঘণ্টার ফুটেজ দেওয়া হয়েছে। চার ঘণ্টার দেওয়া হয়নি কেন? চুলের মুঠি কেন ধরা হয়েছিল? ওই থানা পুনর্গঠন করতে বলুন। ছাত্রীনেত্রীদের মারধরের ঘটনায় মেদিনীপুর মহিলা থানার ভূমিকা নিয়ে রাজ্যকে সতর্ক করল হাইকোর্ট।

Latest