Skip to content

চিন থেকে পাকিস্তানগামী জাহাজ ঘিরে এবার রহস্য!

নিজস্ব সংবাদদাতা :  সম্প্রতি মুম্বইয়ের এক বন্দরে ওই জাহাজটিকে আটক করেন ভারতীয় নিরাপত্তা কর্মীরা। সূত্রের খবর, কার্গো শিপটি থেকে দু’টি চালান মিলেছে। যা থেকে এটা স্পষ্ট যে, ওই জাহাজে পারমাণবিক পণ্যই যাচ্ছিল। ওয়াকিবহাল মহলের মতে, পারমাণবিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্যই ওই পণ্য যাচ্ছিল পাকিস্তানের শিয়ালকোটে।সূত্রের খবর, প্রায় ২২ হাজার কেজির এই চালানের মধ্যে ছিল ইটালির এক সংস্থার তৈরি একটি কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল যন্ত্র এবং আরও কিছু যন্ত্রপাতি। আপাত ভাবে সেগুলির মধ্যেও সন্দেহজনক কিছু ছিল না। কিন্তু, ডিআরডিও-র একটি দল ওই কনসাইনমেন্ট পরীক্ষা করে জানায়, এই সব যন্ত্র সামরিক কাজে, বিশেষয় পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতেও কাজে লাগানো যেতে পারে।জাহাজটিকে গত ২৩ জানুয়ারি আটক করা হয়েছে বলে খবর।তদন্ত বলছে, ওই চালান আসলে ছিল 'তাইয়ুয়ান মাইনিং ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি লিমিটেড'-এর তরফে। আর তা ছিল পাকিস্তানের কসমস ইঞ্জিনিয়ারিংয়ের উদ্দেশে। এদিকে, পাকিস্তানের এই কসমস ইঞ্জিনিয়ারিং কোনও দাগহীন সংস্থা নয়। পাকিস্তানের প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী এই সংস্থা ২০২২ সালের ১২ মার্চ থেকেই বেশ কিছু সন্দেহজনক কর্মকাণ্ডের জেরে রয়েছে নজরে। পাকিস্তান সম্ভাব্যভাবে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সীমাবদ্ধ আইটেমগুলি পেতে চীনকে একটি বাহক হিসাবে ব্যবহার করছে। যাতে তা ধরা না পড়ে, তার জন্য পরিচয় গোপন রাখতে সামগ্রীকে ছদ্মবেশ দেওয়া হচ্ছে। এমনই উদ্বেগ ভারতীয় অফিসারদের।

Latest