Skip to content

শিক্ষক নিয়োগ চাকরির সুপারিশে নতুন মোর, নাম দিব্যেন্দু অধিকারী, ভারতী ঘোষের?

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : শিক্ষক নিয়োগ মামলায় নতুন মোর, CBI-এর হাতে চাঞ্চল্যকর তথ্য। এবার এই নিয়োগ মামলায় উঠে এল পদ্মশিবিরের আরও দুই প্রভাবশালী নেতা-নেত্রীদের নাম, প্রায় ৩ বছর ধরে তদন্ত চলছে শিক্ষক নিয়োগ মামলা । এখনও পর্যন্ত এই নিয়োগ মামলায় জেলবন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর সাথেই নাম জড়িয়েছিল শাসকদলের আরও একাধিক নেতা, বিধায়কের।সিবিআই সূত্রের খবর শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রার্থীদের নাম সুপারিশের সাথে যুক্ত ছিলেন রাজ্যের প্রাক্তন IPS ভারতী ঘোষ, প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী এবং এমনকি নাম রয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরেরও। প্রসঙ্গত রাজ্যের প্রাক্তন IPS অফিসার ভারতী ঘোষ আগে তৃণমূলে ছিলেন। অন্যদিকে দিব্যেন্দু অধিকারী আগে তৃণমূলের তমলুকের সাংসদ ছিলেন। আদতে তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই। তবে বর্তমানে দিব্যেন্দু এবং ভারতী দু'জনেই বিজেপিতে রয়েছেন। বিজেপির দুই প্রভাবশালীর নাম জড়ানোয় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

Latest