নিজস্ব সংবাদদাতা : ১৩ই মে মঙ্গলবার দুপুরে প্রকাশিত হয়েছে সিবিএসই-র এ বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল। খড়গপুর শহরের আল-আমিন মিশন একাডেমির পাবলিক স্কুল থেকে সিবিএসই-র দশম শ্রেণীতে পরীক্ষায় নজরকাড়া ফল করেছে। তানিম ইসলাম ৯৯% , রিমান আক্তার ৯৮.২% এবং নাসিম ইকবাল ৯৮% নম্বর পেয়ে বিদ্যালয় স্তরে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে।উল্লেখ্য, এ বছর সিবিএসইর দু’টি পরীক্ষা শুরু হয় গত ১৫ ফেব্রুয়ারি। দশমের পরীক্ষা শেষ হয় ১৮ মার্চ। অন্য দিকে, দ্বাদশের পরীক্ষা চলে ৪ এপ্রিল পর্যন্ত। দু’টি পরীক্ষার ফলাফলেই এ বছর ছেলেদের ছাপিয়ে গিয়েছে মেয়েরা। খড়গপুরের আল-আমিন মিশন একাডেমির অধ্যক্ষ ইসমাইল আলী সিবিএসই দ্বাদশ এবং দশম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ সকলকে আন্তরিক অভিনন্দন দেন। তিনি বলেন আজ বাবা-মা, শিক্ষক এবং এই সাফল্যে অবদান রাখা সকলকে স্বীকৃতি দেওয়ারও দিন।


