Skip to content

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মদিবস পালন!

পূর্ব মেদিনীপুর নারায়ন চন্দ্র নায়ক : গভীর শ্রদ্ধার সাথে আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে মেছেদা বিদ্যাসাগর স্মৃতি ভবনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান,পুষ্পার্ঘ্য নিবেদন,সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন সহ বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের অন্যতম সদস্য গনেন রায়। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন,ডাঃ বিশ্বনাথ পড়িয়া,অধ্যাপিকা অনুরূপা দাস,দিলীপ মাইতি প্রমূখ।গনেনবাবু তার ভাষনে আজকে দেশের বর্তমান আবহে বেশী বেশী করে রবীন্দ্রচর্চার উপর গুরুত্ব আরোপ করেন।এছাড়াও বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে বিদ্যাসাগর স্মৃতি ভবন সম্মুখস্থ স্থানে ক্ষুদ্র অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন সমিতির সভাপতি,বিশিষ্ট শিক্ষক নেতা দিলীপ মাইতি,সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা প্রমুখ। দিলীপ মাইতি তার বক্তব্যে বলেন,দেশের এই সংকট মুহূর্তে রবীন্দ্রনাথ সহ নবজাগরণের মহান মনীষীদের চর্চা অত্যন্ত জরুরী। যে সময়ে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ এই ভারতবর্ষে হিন্দু-মুসলিম ঐক্যের কথা বলেছিলেন,আজ দেশের বর্তমান শাসকদের দুঃশাসনে আমরা সাম্প্রদায়িক বিষবাষ্পে জর্জরিত। এই সমস্ত মনীষীদের জীবনচর্চার মধ্য দিয়েই আজ দেশের সাধারণ মানুষদের মধ্যে উন্নত আদর্শের প্রবাহ তৈরী করা যাবে। অন্যদিকে ভোগপুর মনীষী স্মরণ সমিতি ও ডাঃ নরমান বেথুন মেমোরিয়াল ট্রাস্ট,ছাত্র সংগঠন এ আই ডি এস ও'র পক্ষ থেকেও দিনটি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদা উদযাপন করা হয়।

Latest

বর্ষার পূর্বে নদী ও নিকাশী খাল সংস্কারের গতিবৃদ্ধি এবং ভেঙে যাওয়া কাঁসাইয়ের নদীবাঁধ শক্তপোক্তভাবে নির্মাণের দাবীতে ২২ মে জেলা শাসক দপ্তরে বিক্ষোভের ডাক বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটির!