Skip to content

মহান স্বাধীনতা সংগ্রামী বাবা তিলকা মাঝির(মুর্মু)২৭৫তম জন্মদিন পালন হলো!

1 min read

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : তিলকা মাঝি (মুর্মু) ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী যিনি সাঁওতাল সম্প্রদায়ের প্রথম আদিবাসী নেতা।বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সান্তালী ডিপার্টমেন্টে VUAASRSA ( Vidyasagar University All Adibasi Students and Research Scholars' Association)..এর আহ্বানে রবিবার ১১ই ফেব্রুয়ারি ২০২৪, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ তিলকা মাঝি (মুর্মু)-র জন্মদিন ২৭৫তম অত্যন্ত গুরুত্ব ও মর্যাদার সহিত পালিত হলো।বর্তমান বিহারের সুলতানগঞ্জ এলাকার তিলকপুর গ্রামে, ১৭৫০ সালের ১১ ফেব্রুয়ারি জন্ম নিয়েছিলেন তিলকা মুর্মু। ছোটবেলা থেকেই তিলকা ছিলেন দুঃসাহসী। গ্রামে তাঁর মত বীর ছিল না। এছাড়া গ্রামের যেকোনও সমস্যার সমাধানও করতেন তিলকা। কারণ গ্রামে তাঁর কথাই ছিল শেষকথা। তাই যুবক তিলকা কালক্রমে হয়ে গিয়েছিলেন গ্রামের মুখিয়া বা মাঝি। আশেপাশের গ্রামের মানুষেরা তাঁকে চিনত তিলকা মাঝি নামে।এএই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সান্তালী বিভাগের বিভাগীয় প্রধান ড. রতন হেমব্রম এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিবাসী সামাজিক সংগঠন "পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি"র রাজ্য সহ-সভাপতি চারু চাঁদ হাঁসদা এবং অবিভক্ত মেদিনীপুর জেলা শাখার জেলা সম্পাদক জলেশ্বর মুর্ম্মু। এই সভায় তিলকা মুর্ম্মুর স্বাধীনতা আন্দোলনের লড়াই সংগ্রামের ইতিহাস আলোচনার পাশাপাশি বর্তমানে চারিদিকে ঘটে চলা ফেক সার্টিফিকেট ইস্যু নিয়েও আলোচনা হয়।

Latest