Skip to content

পৌন্ড্রক্ষত্রিয় সমাচার পত্রিকার শতবর্ষ পূর্তি উদযাপন!

পূর্ব মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : খেজুরীর প্রত্যন্ত ভাঙ্গণমারী গ্রাম থেকে ঠিক শতবর্ষ পূর্বে প্রকাশিত হয়েছিল ' পৌন্ড্রক্ষত্রিয় সমাচার ' নামে একটি মাসিক পত্রিকা । পূর্ব মেদিনীপুর জেলার প্রথম রঙিন প্রচ্ছদ সম্বলিত এই পত্রিকাটি ছিল খেজুরী থেকে প্রকাশিত প্রথম পত্রিকাও ! স্বাধীনতা সংগ্রামী, সুসাহিত্যিক, বিশিষ্ট ইতিহাসকার মহেন্দ্রনাথ করণ (১৮৮৬-১৯২৮) ও ক্ষীরোদ চন্দ্র দাসের যৌথ সম্পাদনায় প্রকাশিত এই পত্রিকাটি চলেছিল প্রায় সাত বছর ( ১৩৩০-১৩৩৭ বঙ্গাব্দ ) । তৎকালীন অবিভক্ত বাংলার পৌন্ড্রক্ষত্রিয় সম্প্রদায়ের অন্যতম মুখপত্র হিসেবে এই পত্রিকাটি খ্যাতি অর্জন করলেও এই পত্রিকার পাতায় কলম ধরেছিলেন তৎকালীন স্বনামধন্য বহু বাঙালি কবি-সাহিত্যিক ও। বিখ্যাত ইতিহাসকার যোগেশচন্দ্র বসু, মণীন্দ্রনাথ মন্ডল, চূনীলাল মন্ডল, প্রমীলাবালা মন্ডল, রাইচরণ সর্দার, যোগেন্দ্রনাথ পাত্র প্রমুখ লেখকদের লেখা এই পত্রিকাটিতে নিয়মিত প্রকাশিত হতো । মহকুমা শহর কাঁথির আঠিলাগড়ীর কুঞ্জবিহারী রায়ের প্রেস থেকে এই পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়ে তৎকালীন সুধীজনসমাজে বেশ সাড়া ফেলেছিল জানা যায়। প্রধান উদ্যোক্তামহেন্দ্রনাথ করণের মৃত্যুর ( ১৩৩৫ বঙ্গাব্দ ) পরেও আরও দুই বছর এই পত্রিকাটি চলেছিল । খেজুরী থেকে প্রথম প্রকাশিত এই পত্রিকার শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে হিজলী -খেজুরী সাহিত্য সমিতির উদ্যোগে বৈকালিক এক বিশেষ আলোচনা সভা ও সাহিত্যবাসরের আয়োজন করা হয় হেঁড়িয়া শিবপ্রসাদ ইন্সটিটিউশনের আনন্দ ভবন কক্ষে। উপস্থিত সাহিত্যিক অজিত জানা, কবি ভূপাল মাইতি প্রমুখ আলোচনা ও স্মরচিত কবিতা পাঠে অংশগ্ৰহণ করে এই ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। অন্যতম আয়োজক ও সঞ্চালক ছিলেন সুদর্শন সেন। অপর আহ্বায়ক সুমন নারায়ন বাকরা বলেন, খেজুরী থেকে প্রথম সাময়িক পত্রিকা প্রকাশের গৌরবময় শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা দু:ষ্প্রাপ্য এই পত্রিকা ও বিস্মৃতপ্রায় সম্পাদকদ্বয় মহেন্দ্রনাথ করণ ও ক্ষীরোদচন্দ্র দাসের কথা সকলের কাছে তুলে ধরতেই আমরা এই প্রয়াস নিয়েছি।

Latest

খড়গপুরে বন্ধুদের সাথে চা খাওয়ার সময় তারা দুষ্কৃতী মাতালদের হামলার শিকার পুলিশের আইবি শাখায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু!