নিজস্ব সংবাদদাতা: শেষ বার ২০২২ সালে মিড-ডে মিলে বরাদ্দ বাড়িয়েছিল কেন্দ্র। এবার মিড-ডে মিল খাতে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক দুই খাতে মাথাপিছু বৃদ্ধির পরিমান ৭০-৭৫পয়সা। প্রাথমিকে মাথাপিছু বরাদ্দ বেড়ে হল ৬.১৯ টাকা। আর উচ্চ প্রাথমিকে ৯.২৯ টাকা। বরাদ্দ বাড়তে সময় নিলো দু’বছর। যদিও শিক্ষামহলের একাংশএই পরিমাণ বৃদ্ধিতে তেমন খুশি নয়। ২০২২ সালে মাথাপিছু বরাদ্দ বাড়িয়ে প্রাথমিকে করা হয়েছিল ৫.৪৫ টাকা। আর উচ্চ প্রাথমিকে মাথাপিছু বরাদ্দ বেড়ে হয়েছিল ৮.১৭ টাকা। বিষয়টি নিয়ে বিজেপির শিক্ষা সেলের রাজ্য সম্পাদক পিন্টু পাড়ুই বলেন, ‘‘বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে শুনলাম। এটা খুবই ভাল ব্যাপার। তবে ছাত্রছাত্রীদের স্বার্থে আরও খানিকটা বাড়ানো গেলে ভাল হত। পাশাপাশি কেন্দ্রের উচিত রাজ্য সরকারের উপর নজর রাখা, যাতে মিড-ডে মিলের টাকা অন্য খাতে ব্যয় না হয়। আমি আজও অভিযোগ করেছি মিড-ডে মিল নিয়ে।’’ যদিও সাধাণ মানুষের বক্তব্য, বাজারে জিনিসপত্রের দাম আগুন তাতে এই সামান্য বরাদ্দ বৃদ্ধিতে শিশুরা পুষ্টিকর খাবার পাবে কি ভাবে?