Skip to content

চন্দ্রকোনা ২ রামজীবনপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাঁসা-পিতলের পালিশের একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড!

1 min read

নিজস্ব সংবাদদাতা : ১৮ই ডিসেম্ব,বৃহস্পতিবার ভোর রাতে চন্দ্রকোনা ২ রামজীবনপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বনডাঙ্গা এলাকায় কাঁসা-পিতলের পালিশের একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রশাসন সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ইলেকট্রিক শর্ট সার্কিটের জেরেই এই আগুন লাগে।

ঘটনাস্থলে চন্দ্রকোনা থানার পুলিশ ও পৌর প্রশাসনের আধিকারিকরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে। ঘটনাস্থলে পৌঁছেছে চন্দ্রকোনা থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে ঘটনাস্থলে তৎপর রয়েছে দমকল ও জরুরি পরিষেবার কর্মীরা। নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দাদের আপাতত ওই এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Latest