নিজস্ব সংবাদাতা : মঙ্গলবার নবান্ন মিটিং হলে আয়োজিত এক অনুষ্ঠানে ২১টি জেলা থেকে মোট ৪২ জন উপভোক্তার হাতে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের প্রথম কিস্তির অর্থ তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে শুরু হয়েছে রাজ্যের ১২ লক্ষ প্রান্তিক মানুষের অ্যাকাউন্টে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের টাকা পাঠানোর কাজও। তারই সাথে সাথে মুখ্যমন্ত্রী এও ঘোষণা করেন,২০২৬ সালের ভোটের আগে আরও ১৬ লক্ষ উপভোক্তাকে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের অর্থ দেওয়া হবে। অন্যদিকে কেন্দ্র সরকার রাজ্যকে "প্রধানমন্ত্রী আবাস যোজনা" প্রকল্পে টাকা দিচ্ছেন না। তাই রাজ্য সরকার নিজ উদ্যোগে এই অর্থ দিচ্ছে। আবাস তৈরির কাজে ১ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে একজন উপভোক্তা প্রথম কিস্তিতে পাবেন ৬০ হাজার টাকা। যদিও জঙ্গলমহলের কিছু অঞ্চল-সহ অন্যান্য দুর্গম এলাকার উপভোক্তারা পাবেন ১ লক্ষ ৩০ হাজার টাকা। নবান্ন জানিয়েছে,আগামী কয়েক দিন পর্যায়ক্রমে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। উপভোক্তাদের দেওয়া হবে একটি করে শংসাপত্র। পঞ্চায়েত দফতর সূত্রে জানা যায়, জেলা গুলিকে "বাংলার বাড়ি" প্রকল্পে উদ্যোক্তাদের অর্থ দিতে পাঠানো হয়েছে মোট ৬,৫০০ কোটি টাকা।