নিজস্ব সংবাদদাতা : মহালয়া মানেই উৎসব মরশুমের শুরু। আর উৎসবে নতুন পোশাক-পরিচ্ছদের পাশাপাশি বাঙালির চাই শারদ পত্রিকাও। তবে এবার বাঙালির বাড়তি পাওনা হিসাবে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের গান।

তবে দুটোই যদি পাওয়া যায় একসঙ্গে, একই মঞ্চে! উল্লেখ্য, প্রতি বছর ঠিক মহালয়ার দিনই প্রকাশিত হয় ‘জাগো বাংলা’র উৎসব সংখ্যা। এবারও তার ব্যতিক্রম হল না। মহালয়ার দিন অর্থাৎ রবিবার নজরুল মঞ্চে ‘জাগো বাংলা’র উৎসব সংখ্যা প্রকাশের অনুষ্ঠানেই মুক্তি পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গানের অ্যালবাম ‘দুর্গা অঙ্গন’। অ্যালবামের ১৭টি গানের কথা ও সুর মুখ্যমন্ত্রীর নিজের এবং কণ্ঠ দিয়েছেন বাংলার গুণী শিল্পীরা।

এদিন নিজের সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়েছেন, বাংলা গান বাঙালির রক্তে রয়েছে। শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে নজরুল মঞ্চ থেকে তাঁর বার্তা, ‘বাংলার শিল্পীরা রাজ্যের গর্ব। তাঁদের গান মন দিয়ে আমরা শুনব সবসময়।