Skip to content

মেদিনীপুরে বোধদয়ের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে চারদিনের শিশু-কিশোর চলচ্চিত্র উৎসব!

নিজস্ব সংবাদদাতা :  দুঃস্থ ও মেধাবী ছাত্র ছাত্রীদের সাহায্যার্থে বোধোদয় ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় চার দিন ব্যাপী শিশু ও কিশোর চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হচ্ছে মেদিনীপুর শহরের শহিদ প্রদ্যোৎ স্মৃতিসদনে।উৎসব শুরু হয়েছে বুধবার বিকেলে,চলবে শনিবার পর্যন্ত।১৯৯৪ সালে মেদিনীপুর শহর থেকে মাধ্যমিক পরীক্ষা দেওয়া কিছু বন্ধুদের উদ্যোগে ২০২০ সালে পথ চলা শুরু স্বেচ্ছাসেবী সংগঠন বোধোদয় ওয়েলফেয়ার সোসাইটির। অন্যান্য অতিথিদের উপস্থিতিতে চারা গাছে জল ঢেলে বুধবার এই শিশু ও কিশোর চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিএম শ্রীনিবাস ভেঙ্কটরাও পাটিল বিশিষ্ট উদ্যোগপতি মদনমোহন মাইতি , কর্মাধ্যক্ষ আবুল কালাম বক্স,কবি ও চিত্র সমালোচক সিদ্ধার্থ সাঁতরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উৎসবের মঞ্চে পঞ্চাশ জন মেধাবী ছাত্র ছাত্রীকে সামান্য সহায়তা প্রদান করা হয় এবং ছোটোদের উপযোগী দুটি সিনেমা দেখানো হয় চার দিনে ছোটোদের উপযোগী মোট নয়টি সিনেমা দেখানো হবে সোসাইটির উদ্যোগে। গডজিলা, অ্যানাকোন্ডা থেকে শুরু করে বাঁটুল দ্যা গ্রেট, কি কং ইত্যাদি দেখানো হবে উৎসবের মঞ্চের বড়ো পর্দায়।

Latest