Skip to content

গোটা বিশ্ব পরের অতিমারীর জন্য প্রস্তুত হচ্ছে,বেজিংয়ের মুখে আশঙ্কার কথা !

নিজস্ব সংবাদদাতা : পরবর্তী বিশ্বব্যাপী অতিমারীর জন্য প্রস্তুত হচ্ছে চিন-সহ গোটা বিশ্বই। ফের মাথাচাড়া দিচ্ছে করোনা ভাইরাস। সিঙ্গাপুরে নতুন করে কোভিড সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জুন মাসে সংক্রমণের হার সর্বোচ্চ হতে পারে বলে আশঙ্কা। বেজিংয়ের ন্যাশনাল মেডিক্যাল সেন্টার ফর ইনফেকশিয়াস ডিজিজের প্রধান ড. ঝ্যাং ওয়েনহং মন্তব্য থেকে পরিষ্কার, ফের নতুন কোনও অতিমারী প্রায় অবধারিত। কোভিড-১৯ ভাইরাসের বিরুদ্ধে চিনের লড়াইয়ে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন ঝ্যাং। সাম্প্রতিক করোনা অতিমারীর পর এবার গোটা বিশ্বই প্রস্তুতি নিচ্ছে পরবর্তী অতিমারীর । তিনি জানাচ্ছেন, সব ধরনের সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা WHO আগেই ম্যালেরিয়ার মতো অসুখ নিয়ে সতর্ক করেছে। এবং জলবায়ু পরিবর্তনের মতো ইস্যুর কোভিডের মতো অতিমারী সৃষ্টির ক্ষমতা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছে। সেই কথাই যেন শোনা গেল ঝ্যাংয়ের গলাতেও।

Latest