Skip to content

চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগে স্বাস্থ্য দপ্তরের নির্দেশে বন্ধের নোটিশ বেসরকারি নার্সিংহোমকে!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর শহরে একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু ঘটনা ঘটে। এই ঘটনার পরে নার্সিংহোমকে বন্ধের নোটিশ দিল জেলার স্বাস্থ্য দপ্তর থেকে না নার্সিংহোম কৃতপক্ষকে। নতুন করে কোন রোগীকে ভর্তি নেওয়া যাবে না এবং নার্সিংহোমে যেসব রোগী ভর্তি রয়েছে তাদেরকে অন্যত্র স্থানান্তরিত করার জন্য দুদিন সময় দেওয়া হয়েছে নার্সিংহোম কীর্তিপক্ষকে। ১৯ ডিসেম্বর থেকে ওই বেসরকারি নার্সিংকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর থেকে এছাড়া সাত দিনের মধ্যে শোকোজের উত্তর দিতে বলা হয়েছে নার্সিংহোম কর্তৃপক্ষকে। এই বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য সারঙ্গী জানান উপ মুখ্যস্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে দুপুরে স্বাস্থ্য দপ্তরের একটি দল ওই নার্সিং হোমে গিয়ে প্রাথমিক তদন্ত করে এসেছে। তবে, এখনও কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলা বাকি আছে। আমরা সমস্ত রিপোর্ট-ই স্বাস্থ্য ভবনে পাঠাবো। তদন্ত শেষ না হওয়া অবধি ওই বেসরকারি নার্সিং হোম আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। পাশাপাশি আগামী সাত দিনের মধ্যে ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ সহ শো-কজের উত্তর দিতে হবে।প্রসঙ্গত,মেদিনীপুর শহরের বাসিন্দা,পেটের যন্ত্রনার উপসর্গ নিয়ে গত বুধবার মেদিনীপুর শহরের সুপ্রাচীন ওই বেসরকারি এই নার্সিং হোমে ভর্তি হয়েছিল মেদিনীপুর শহরের ষ্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা ৫২ বছর বয়সী অমল গোপ। শনিবার সকালে মৃত্যু হয় অমল গোপের। অভিযোগ করেন পরিবারের সদস্যরা। পরিজনদের তরফে লিখিত অভিযোগ পাওয়ার পরই শনিবার বিকেল নাগাদ ওই বেসরকারি নার্সিংহোমে বন্ধ করার নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের।

Latest