পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : ভুল চিকিৎসার অভিযোগ মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে! এই ঘটনায় তীব্র ক্ষোভ দেখা দিল রোগীর আত্মীয়দের মধ্যে। এমন সময় হাসপাতালে মন্ত্রীকে পেয়ে মেয়েকে সুস্থ করার দাবিতে মন্ত্রীর পায়ে ধরে কাতর আবেদনও জানালেন রোগের আত্মীয়স্বজন। রবিবার সাতসকালে এমনই ঘটনা ঘটলো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর শহর লাগোয়া কালগাং এলাকার বাসিন্দা রিঙ্কু রায়ের মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। শুক্রবার সন্ধ্যা ৭ টা নাগাদ হাসপাতালে ভর্তি করার পর রাত এগারোটা নাগাদ অপারেশনও করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। অভিযোগ, কোনও কিছু পরীক্ষা না করিয়েই অপারেশন করা হয় শুক্রবার রাতে। ফের শনিবার সকালের দিকে আরও একটি অপারেশন করা হয়েছে বলেও অভিযোগ পরিবারের। আর তারপরে এই ব্লিডিং বন্ধ হচ্ছে না। ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে রোগী। তারপরে তাকে ভর্তি করা হয় আইসিইউতে। রবিবার ভোরে পরিবারের লোকজনকে জানানো হয়, মেয়ের শরীর ভালো না। কন্ডিশন খারাপ। আর তারপরেই ক্ষোভে ফেটে পড়েন সকলে।এমন সময় বিশেষ কাজে মন্ত্রী বীরবাহা হাঁসদা এসেছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। মন্ত্রীকে কাছে পেয়ে তাঁর কাছে কাকুতি মিনতি করেন বাড়ির সকলে। সুস্থ করে তোলার আবেদন জানান। ইতিমধ্যেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে যে আউটপোস্ট রয়েছে সেখানে চিকিৎসায় গাফিলতির লিখিত অভিযোগও জানিয়েছেন পরিবারের সদস্যরা।