পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : এবার বাংলা পক্ষের আবেদনে সাড়া দিয়ে মেদিনীপুর শহরের সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানে বাংলাকে অগ্রাধিকারে সার্কুলার জারি করলো মেদিনীপুর পৌরসভা। মেদিনীপুর পৌরসভায় গিয়ে মেদিনীপুর জেলা বাংলা পক্ষের তরফে থেকে পৌর প্রধানকে সম্বর্ধনা জানানো হয়। তারি সাথে আবেদন জানানো হয় যে মেদিনীপুর শহরের সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে ভাষাতেই লেখা থাক না কেন কিন্তু বাংলা ভাষায় লেখাকে অগ্রাধিকার দিতে হবে। বাংলা পক্ষের সেই আবেদনে সাড়া দিয়ে মেদিনীপুর পৌর এলাকায় এই মর্মে নির্দেশিকা জারি করলো পৌরসভা।

পৌরপ্রধান সৌমেন খান জানান, বাংলার মুখ্যমন্ত্রী যে ভাবে অন্যান্য ভাষার পাশাপাশি বাংলা ভাষাকে বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার দেন, তা প্রশংসনীয়। তাই ভাষার নিরিখে বিভাজিত রাজ্যে বাংলা ভাষাকে বিশেষ গুরুত্ব দিতে এই উদ্যোগ।সংবর্ধনা দিতে উপস্থিত ছিলেন ডাক্তার আব্দুল লতিফ, রাজেশ কুমার পাঠক, অভিজিৎ ঘোষ,নির্মল পাল,অশোক বরাট,বিশ্বজিৎ সিংহ , আব্দুল ওয়াহেদ সহ মেদিনীপুর জেলা বাংলা পক্ষের অন্যান্য সদস্য বৃন্দ।