Skip to content

আজ দেশের মোট ৫৫ হাজার হাসপাতালে চিকিৎসা পরিষেবা কার্যত থমকে!

নিজস্ব প্রতিবেদন : দোষীদের শাস্তির দাবিতে শনিবার সারা দেশে কর্মবিরতি পালন করছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। ফলে দেশের মোট ৫৫ হাজার হাসপাতালে চিকিৎসা পরিষেবা কার্যত থমকে। এই পরিস্থিতিতে আসরে নামল কেন্দ্র। দেশজুড়ে আন্দোলনরত চিকিৎসক এবং মেডিক্যাল পড়ুয়াদের বিশেষ প্রতিশ্রুতিও দিয়েছে মোদী সরকারের স্বাস্থ্য মন্ত্রক। জানানো হয়েছে, হাসপাতাল এবং সমস্ত চিকিৎসা প্রতিষ্ঠানে পর্যাপ্ত নিরাপত্তা সুনিশ্চিত করা হবে।

সমস্ত রোগীদের সমস্যার কথা মাথায় রেখে তাই প্রতিবাদী চিকিৎসক সংগঠনগুলিকে আন্দোলন তুলে নেওয়ার আর্জি জানিয়েছে মোদী সরকার। বুধবার রাতে আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনার পর ডাক্তারদের আন্দোলনের ঝাঁজ আরও বেড়েছে। দিল্লি AIIMS, সফদরজং হাসপাতাল, রামমনোহর লোহিয়া হাসপাতালের চিকিৎসকরা কর্মবিরতি পালন করেন। IMA জানিয়েছে, শনিবার ১৭ অগস্ট সকাল ৬টা থেকে রবিবার ১৮ অগস্ট সকাল ৬টা পর্যন্ত কর্মবিরতি চলবে। এই ২৪ ঘণ্টা দেশের চিকিৎসকেরা, শুধুমাত্র প্রয়োজনীয় পরিষেবা ছাড়া আর কোনও পরিষেবা দেবেন না। চিকিৎসক সংগঠনের তরফে বলা হয়েছিল, 'সমস্ত প্রয়োজনীয় পরিষেবা চালু থাকবে। হতাহতের চিকিৎসার ব্যবস্থা করা হবে। কিন্তু ওপিডি-র নিয়মিত কাজকর্ম হবে না এবং ইলেকটিভ সার্জারি (ঐচ্ছিক অস্ত্রোপচার, অর্থাৎ যেগুলি পরে করলেও অসুবিধা নেই) করা হবে না। যেখানে যেখানে আধুনিক মেডিসিনের ডাক্তাররা পরিষেবা দেন, সেই সকল সেক্টরে পরিষেবা প্রত্যাহার করা হবে।  চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে কী কী করণীয়, সেই নিয়ে পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হবে। কেন্দ্র জানিয়েছে, ইতিমধ্যেই ২৬টি রাজ্য চিকিৎসকদের নিরাপত্তার জন্য কড়া আইন এনেছে। কেন্দ্রীয় স্তরে কী কী পদক্ষেপ করা যায় সেটা ভেবে দেখতে কমিটি গড়া হচ্ছে। সেই কমিটিতে নিজেদের মতামত দিতে পারবেন চিকিৎসকরাও। বিভিন্ন রাজ্যের প্রতিনিধিদেরও ডাকা হবে মতামত দিতে। কেন্দ্রের বিবৃতিতে বলা হয়েছে, “আমরা চিকিৎসকদের সংগঠনগুলির সঙ্গে কথা বলেছি।  চিকিৎসাকর্মীদের নিরাপত্তায় সময়োপযোগী এবং কঠোর আইন চালু করতে হবে। কেন্দ্র আইএমএর সেই দাবিতে আমল করার প্রতিশ্রুতি দিয়েছে।

Latest