পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : আজ ৫ই জানুয়ারি। সারা বাংলা জুড়ে যথাযথ মর্যাদা ও উৎসাহের সঙ্গে পালিত হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭১তম জন্মদিন।১৯৫৫ সালের এই দিনেই জন্মগ্রহণ করেন তিনি। মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাজ্যের নানা প্রান্তের পাশাপাশি মেদিনীপুরেও বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।

মেদিনীপুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মুখ্যমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এই উপলক্ষে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে কেক ও ফল বিতরণ করা হয়। মানবিক এই কর্মসূচির মাধ্যমে মুখ্যমন্ত্রীর প্রতি শুভেচ্ছা জানানোর পাশাপাশি অসুস্থ মানুষদের পাশে থাকার বার্তাও তুলে ধরা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার পৌর পিতা সৌমেন খান, মেদিনীপুর শহর তৃণমূল মহিলা কংগ্রেসের সহ-সভাপতি সংগীতা ভট্টাচার্য, বিশ্বজিৎ মুখার্জি, বুদ্ধ মহাপাত্র সহ মেদিনীপুর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী-সমর্থকেরা।