Skip to content

মেদিনীপুরের সভায় জুন মালিয়ার সঙ্গে আদিবাসী নৃত্য মুখ্যমন্ত্রী!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : ভোটের আগে ২ দিনের জেলা সফরে মঙ্গলবার মেদিনীপুরে ছিলেন মুখ্যমন্ত্রী।মঞ্চে উঠে ধামসা বাজাতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। পা মেলালেন আদিবাসী নাচের ছন্দে। সঙ্গে ছিলেন জন মালিয়া। মুখ্যমন্ত্রীকে এভাবে সামনে পেয়ে উচ্ছ্বসিত আমজনতা।কন্যাশ্রী, রূপশ্রীর মতো সরকারি প্রকল্প গুলোর কথা তুলে ধরেন তিনি।এদিন সভা শেষে সৃষ্টিশ্রীর স্টল ঘুরে দেখেন তিনি।

May be an image of 3 people, dais and text
May be an image of 8 people, temple and text

Latest