Skip to content

মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর পদযাত্রা বিকাল সাড়ে ৩টা তে!

নিজস্ব সংবাদদাতা : আজ, সোমবার পশ্চিম মেদিনীপুরে টানা তিনটি কর্মসূচি রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিষ্ণুপুর, ঘাটাল তারপর মেদিনীপুর রোড-শো। তিনটি কর্মসূচিতেই ব্যাপক জনসমাগম নিয়ে পুলিশ প্রশাসনের তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাস্তার দুদিকে প্রচুর জনসমাগম হবে। তাই বাড়তি নজরদারির ব্যবস্থা করেছে পুলিশ।বেলা ১২টার সময় বিষ্ণুপুর, নির্বাচনী প্রচারে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তারপর দেব- এর নির্বাচনী প্রচারে দুপুর ২ টার সময় পাঁশকুড়াতে আসছেন। তারপর জুন মালিয়ার সর্মর্থনে মেদিনীপুর কলেজ কলেজিয়েট মাঠের থেকে পদযাত্রা করবেন বিকাল ৩:৩০ মিনিটে।  

May be a doodle of 4 people and text that says "কর্মসূচি MTu ২০৫ঃ মে ২০২৪ ................. জনসভা জনসভা-১ -১ স্থান সুজতা মগুলের সমর্থনে বিষ্ুপুর নিকুঞ্জ পুর হাইস্ুল সংলগ্ন মাঠ, ওন্দা বেলাসইটা বেলা জনসভা -২ দীপক অধিকারীর (দেব) নিপকতধিকারিরলবসম্থ সমর্থনে ঘাটাল স্থান আটবেড়িয়া সংলগ্ন স্বণ-আটবেড়িয়াসংলমামাঠ, মাঠ, পাঁশকুড়া দুপুর ২টো রোড শো জুনমলিয়ারসম্থনে জুন মালিয়ার সমর্থনে মেদিনীপুর স্থান স্থান-মেদিনীপুরকলেজময় মেদিনীপুর কলেজ ময়দান থেকে থেকেগোলকুয়াচকপর্য গোলকুয়াচক পর্যন্ত দুপুর দুপুর৩.৩০টে ৩.৩০টে /MamataBanerjeeOfficial 6 x /MamataOfficial"

Latest