Skip to content

মেদিনীপুর সার্কিট হাউস থেকে বেরিয়ে পড়ে মুখ্যমন্ত্রী "আমাদের পাড়া আমাদের সমাধান" কর্মসূচি নিয়ে কথা বলেন পৌর প্রধান সঙ্গে!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : ৬ আগস্ট বুধবার মেদিনীপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী শিবির পরিদর্শন করতে আসতে পারেন হয়তো, এই কথা মাথায় রেখে সকাল থেকেই জোরেশোরে প্রস্তুতি চলছিল। পৌরপ্রধান সহ মেদিনীপুর পৌরসভার বেশ কয়েকজন কাউন্সিলর সকাল থেকেই দাঁড়িয়ে ছিলেন। মুখ্যমন্ত্রীর কনভয় সার্কিট হাউস থেকে বের হওয়ার পথে মুখ্যমন্ত্রী কয়েক মিনিটের জন্য গাড়ি থেকে নেমে যান।

পৌরপ্রধানের কাছ থেকে সব খবর পেয়ে তিনি গাড়িতে উঠে ঝাড়গ্রামের দিকে রওনা হন। যাওয়ার সময় মুখ্যমন্ত্রী বলেন যে প্রচুর মানুষের ভিড় ছিল, তাই তিনি ভেতরে প্রবেশ করেননি। মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর পৌরপ্রধান সৌমেন খান বলেন মুখ্যমন্ত্রী তাকে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি ভালোভাবে সম্পন্ন করতে বলেছেন। এ ছাড়া, মুখ্যমন্ত্রী মেদিনীপুর পৌরপ্রধান সৌমেন খানকে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে ।

Latest