নিজস্ব প্রতিবেদন : জমি কেলেঙ্কারি মামলায় অস্বস্তিতে পড়লেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার। কর্ণাটকের রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট তাঁর বিরুদ্ধে তদন্ত শুরুর অনুমোদন দিয়েছেন মাইসুরু আরবান ডেভেলপমেন্ট অথরিটির (এমইউডিএ) জমি বণ্টনে দুর্নীতির অভিযোগ ওঠে। তাতে নাম জড়ায় কংগ্রেস নেতা তথা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তাই নিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়েছিলেন কয়েকজন সমাজকর্মী। তার ভিত্তিতে রাজ্যপাল বিচারপ্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে যেতে পারেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে, কংগ্রেস এ নিয়ে বিজেপির সমালোচনা করেছে। মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যপাল যে সিদ্ধান্ত নিয়েছেন, তা 'সংবিধান-বিরোধী' এবং 'আইন-বিরোধী'। কর্নাটকের বিজেপি সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্রর দাবি, সিদ্দারামাইয়ার আত্মীয়রা দুর্নীতিতে জড়িয়েছেন এবং কংগ্রেস সরকারের সমস্ত দুর্নীতিরই যথাযথ তথ্য রয়েছে। এহেন পরিস্থিতিতে সিদ্দারামাইয়া বুঝিয়ে দিতে চান তাঁকে নড়ানোর সাধ্য কারও নেই।