পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর কলেজ স্কোয়ার ৷ সরস্বতী পুজোর দিনে এই এক জায়গায় বেশ কয়েকটি পুজো হয় ৷ শাসক থেকে শুরু করে বিরোধী। এখানকার পুজো মণ্ডপগুলিতে দেখা গেল সব দলের নেতাদের নিয়ে ব্যঙ্গচিত্র কলকাতায় আরজি কর হাসপাতালে খুন ও ধর্ষণের ঘটনা থেকে শুরু করে মেদিনীপুর মেডিক্যালের স্যালাইন কাণ্ড— থিমের মোড়কে সবই উঠেছে মেদিনীপুরে সরস্বতী পুজোয়।মেদিনীপুরের কলেজ স্কোয়্যারে এখানকার সরস্বতী পুজোর থিমে রাজনৈতিক শিবিরের তরজা থাকেই। রাজনৈতিক ঠোকাঠুকি হতে চলেছে এ বারও! এতেই পুজো জমে জমে উঠেছে মেদিনীপুর শহরের কলেজ কলিজেট মাঠ!কংগ্রেস প্রভাবিত 'প্রগতি'র পুজোর থিমে আরজি করের ঘটনা, মেডিক্যালের স্যালাইন কাণ্ড তুলে ধরা হয়েছে। '' বিজেপি প্রভাবিত 'গরিমা'র পুজোয় ব্যঙ্গচিত্রের পাশে লেখা থাকছে, 'ধর্ষণের ভিডিয়ো ফুটেজ নেই, মানে ধর্ষণ হয়নি'! সন্দেশখালির স্মৃতি উস্কে দিয়ে থাকছে 'পিঠা খাওয়ার অফিস'ও! আরজিকর নিয়ে বিরোধীদের নিশানা করা হচ্ছে। সেই চিত্র তুলে ধরেছে।। সব মিলিয়ে মেদিনীপুর কলেজ স্কোয়ার সরস্বতী পুজো জমে উঠেছে। তবে এবছর মেদিনীপুর কলেজ ইস্কয়ারে প্রতি বছরের মতো যেভাবে সরস্বতী পুজো হয়, তার তুলনায় এবছ র সেরকম পুজো দেখা যায়নি। কারণ প্রজন্ম মোবাইলে মেতে উঠে ছে, কার সাথে রাজনৈতিক নেতাদের বক্তব্য এর জন্য প্রশাসন কে তাই করছে। কারণ পুজোয় মানে মাইক যেটা এবছর মাইক বাজানো নিষিদ্ধ করা হয়েছে।