নিজস্ব প্রতিবেদন : দেশের প্রায় সব জায়গাতেই কমবেশি বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ছে। শনিবার থেকেই নতুন দাম কার্যকর হয়েছে দেশ জুড়ে। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১ মার্চ থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে। আজ অর্থাৎ ১ মার্চ ২০২৫ থেকে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৬ টাকা করে বাড়ানো হয়েছে। ইন্ডিয়ান অয়েল সংস্থার ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে এবার খরচ পড়বে ১৯১৩ টাকা। ফেব্রুয়ারি মাসে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৯০৭ টাকা।
তবে স্বস্তি একটাই, যে বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ানো হয়নি। বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। এখনও ১৪.২ কেজি গ্যাসের দাম রয়েছে ৮২৯ টাকা। বর্তমানে দিল্লিতে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম ৮০৩ টাকা, কলকাতায় দাম ৮২৯ টাকা, মুম্বইতে সিলিন্ডারের দাম ৮০২.৫০ টাকা। আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামার সঙ্গে সঙ্গেই দেশের বাজারেও পেট্রোলিয়াম পণ্যের দাম বাড়ে, কমে।