পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : সোমবার বিকাল ৫টা নাগাদ খড়গপুরের আই আই টি গেটে সামনে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে অবস্থান বিক্ষোভ কর্মসুচী পালন করা হয়৷ আই আই টি খড়গপুরের ছাত্র ফাইজান আহমেদের ১৪ অক্টোবর ২০২২ সালে ও দেবিকা পিল্লাই ১৭ জুন ২০২৪ সালে আই আই টি ক্যাম্পাসে ছাত্র আবাসে খুন হয় ৷ অবিলম্বে হাইকোর্টের নজরদারিতে ও CBI কে তদন্তের দায়িত্ব দিতে হবে এবং দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মুলক শান্তি দিতে হবে৷ খুনের ঘটনাকে নিছক আত্মহত্যা বলে মনে করছে ৷ নিজের কর্তব্যের গাফিলতির জন্য খড়গপুর আই আই টিডিরেক্টর অধ্যাপক ভি কে তিওয়ারী ও সিনিয়র সিকিউরিটি অফিসার পারমদ কুমারের গ্রেপ্তার ও পদত্যাগের দাবি করেন ৷ এদিন ভি কে তিওয়ারী ও পারমদ কুমারের কুশপুতলিকা দাহ করা হয় ৷ কীভাবে আইআইটি প্রশাসন এবং পুলিশ এত কিছু ধামাচাপা দিতে পারে এবং এটিকে আত্মহত্যা বলে ঘোষণা করতে পারে এটা নিয়ে বক্তব্য রাখেন অমিতাভ দাস, সবুজ ঘোড়াই, স্মৃতিকণা দেবনাথ ও হরেকৃষ্ণ দেবনাথ ৷ খড়গপুর টাউন থানায় খড়গপুর আই আই টিডিরেক্টর অধ্যাপক ভি কে তিওয়ারী ও পারমদদের বিরুদ্ধে FIR করা হয়৷ যতক্ষন না সত্য উৎঘাটিত হয়ে দোষীরা দৃষ্টান্ত মুলক শাস্তি পাবে ততদিন লাঘাতার আন্দোলন কর্মসুচি চলবে বলে জানা গেছে৷ খড়গপুর শহর দক্ষিণ এরিয়া কমিটি ও মার্কসবাদী,কমিউনিস্ট পার্টির নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসুচী পালন করা হয়৷