উত্তর ২৪পরগনা, নিজস্ব সংবাদদাতা : গত ১৪ নভেম্বর গেল "শিশুদিবস"। ঠিক সেই দিন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের এক শিক্ষকের আঘাতে বছর বারোর পড়ুয়া দৃষ্টিশক্তি হারাতে বসেছে সপ্তম শ্রেণির ছাত্রর নাম পথিকৃৎ দাস। অভিযুক্ত শিক্ষকের নাম সুসময় বন্দ্যোপাধ্যায়। আহত পড়ুয়ার বাড়ির সদস্যার বক্তব্য, “ও কম্পিউটারে শিখতে যায়। স্যরকে খাতা দেখাতে গিয়েছিল। স্যরের পাশেই দাঁড়িয়েছিল পথিকৃত। সেই সময় ওই স্যর ডায়েরি ছুড়ে মারে। সেটা চোখে লাগে। বাঁ চোখের কর্নিয়া তখনই ফেটে যায়। রেটিনা নষ্ট হয়। ও বারবার বলে আমি দেখতে পাচ্ছি না। ও অনেকবার বলার পর স্যর বলে তোর চোখে পোকা ঢুকেছে।” পড়ুয়াটিকে প্রথমে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে অপারেশনের পরামর্শ দেওয়া হয়। তারপরই নিয়ে যাওয়া হয় বেঙ্গালোরের একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতালের তরফে জানানো হয় অস্ত্রোপচার করলেও দৃষ্টি ফেরার ব্যাপারে অনিশ্চয়তা। অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে অভিযুক্ত শিক্ষক সুসময় বন্দ্যোপাধ্যায়কে।