Skip to content

মোদি সরকারের যেকোনো পদক্ষেপে পূর্ণ সমর্থন দেবে কংগ্রেস!

নিজস্ব সংবাদদাতা : জম্মু ও কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার নিয়ে তড়িঘড়ি ডাকা সর্বদল বৈঠকে মোদি সরকারের বড় স্বস্তি। শত্রুপক্ষের বিরুদ্ধে সরকারের যেকোনও পদক্ষেপেই কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগিুলির পূর্ণসমর্থন রয়েছে বলে ঘোষণা করা হল। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সর্বদল বৈঠক শেষে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী খোদ এই সমর্থনের কথা জানিয়েছেন। এ দিনের বৈঠকে অবশ্য উপত্যকায় গোয়েন্দা ব্যর্থতার কথা স্বীকার করে নিয়েছে কেন্দ্র। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় নয়াদিল্লির সংসদ ভবনে সর্বদলীয় বৈঠক শেষে বিরোধীদল নেতা রাহুল গান্ধী সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও তৃণমূল সংসদ সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেন, সকল রাজনৈতিক দল একযোগে এর নিন্দা করেছে এবং বিরোধী দল সরকারকে যে কোনো পদক্ষেপ নিতে পূর্ণ সমর্থন দিয়েছে।

Latest