নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিট ও বিশ্ববীণা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও শারদীয়া দুর্গাপূজার প্রাক্কালে নতুন বস্ত্র উপহার কর্মসূচি অনুষ্ঠিত হল গড়বেতা থানার ৩ নং ব্লকের রসকুন্ডুর নিকটবর্তী নেড়েকোপা বাসস্ট্যান্ডে। এদিন দেড় শতাধিক প্রান্তিক জনগোষ্ঠীর মহিলার হাতে শারদীয়ার শুভেচ্ছা উপহার নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। বিশ্ববীনা ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত শিশুদের মধ্যে বিস্কুট, কেক, চকোলেট বিতরণ করেন।

এদিনের এই কর্মসূচির ব্যবস্থাপনায় ছিলেন বড়াডিহা সমবায় কৃষি উন্নয়ন সমিতি। সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি রামপ্রসাদ ঘোষ ও সম্পাদক আফতাব খান । উপস্থিত ছিলেন সমন্বয় সংস্থার ইউনিটের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য তথা বিশ্ববীনা ফাউন্ডেশনের মুখ্য উপদেষ্টা ডাঃ বিমল কুমার গুড়িয়া, বিশ্ববীনা ফাউন্ডেশনের সম্পাদিকা অধ্যাপিকা অপর্ণীতা ভট্টাচার্য, ফাউন্ডেশনের অন্যান্য সদস্য-সদস্যগণ। মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক তারাপদ বারিক, সহ-সভাপতি অমিতাভ দাস, সহসম্পাদক দেবী প্রসাদ নন্দী ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ডাঃ অরূপ কুমার দাস প্রমুখ।