Skip to content

খড়গপুর রেলের কোয়ার্টারে যুগলের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য!

নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের ১৫নং ওয়ার্ডের জয়হিন্দনগর এলাকায় জোড়া দেহ উদ্ধার। রেলের কোয়ার্টারে যুগলের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। জানা যায়, কোয়ার্টারের লোহার সিঁড়ি থেকে ঝুলছিল যুবকের দেহ। আর একটি ঘরে বিছানায় গলা কাটা অবস্থায় পড়েছিল তাঁর স্ত্রীর রক্তাক্ত দেহ। তাঁর পাশে ঘুমোচ্ছিল বছর তিনের কন্যাসন্তান। পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রীকে খুন করে আত্মহত্যা করেছেন যুবক। পারিবারিক অশান্তির কারণেই রবিবার রাতে স্ত্রী-কে খুন করে নিজেও আত্মঘাতী হয়েছেন। দুটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। তবে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে পাওয়ার পরই বিষয়টি সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব বলেও জানিয়েছেন তদন্তকারী এক পুলিশ আধিকারিক। মৃত স্ত্রী-র নাম দীপা মাহাত বয়স ২৬ বছর এবং মৃত স্বামী বছর ৩৭এর বিক্রম পুত্তা। ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মুরলীধর রাও ঘটনাস্থলে যান। তিনি জানান,‘‘আমি ফোনে খবর পেয়েই ছুটে এসেছিলাম। পুলিশকেও জানাই। প্রায় দু’বছর ধরে ওঁরা এখানে ভাড়া থাকতেন। কী ভাবে মৃত্যু হল জানার জন্য সঠিক তদন্তের দাবি জানাচ্ছি।’’

Latest