Skip to content

মেদিনীপুরে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলাদেশী ভোটার নিয়ে তোপ দাগলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুরে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে রীতিমতো এস আই আর SIR এবং বাংলাদেশী ভোটার নিয়ে তোপ দাগলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এস আই আর সহ দিল্লিতে অভিযান নিয়ে বিভিন্ন মন্তব্য প্রশ্নের উত্তর দেন। বাংলাদেশী ভোট নিয়ে বলেন যদি বাংলাদেশের ৫০০ ভোটার এবং বাংলায় বাংলার ভোটার হিসেবে স্বীকৃতি পায় তাহলে তাদের নাম বাদ দেওয়া তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে এই নিয়ে কোন সন্দেহ নেই আমাদের কিন্তু প্রায় সাড়ে ছ থেকে সাত কোটি ভোটারদের এই বাংলা সবাইকে হায়রানি করা যুক্তি যুক্ত নয়। ৫০০ ভোটারদের জন্য সাত কোটি মানুষকে পরীক্ষা দিতে হবে বা মেনে নেওয়া যায় না। এদিকে ২০০২ সালের জন্ম সার্টিফিকেট চাইছে সরকার কিন্তু অন্যদিকে ২০১৪ সালের দ্বারা ভারতে আসবে তাদের নাগরিকত্ব দেবে।

উনারাই বলতে পারবে কোনটা ঠিক । আমার মনে হয় বাংলার মানুষকে আসলে বিপদে ফেলতে চাই এই কেন্দ্রীয় সরকার নানা রকম ভাবে। এরপরই বিভিন্ন জেলার তৃণমূল পঞ্চায়েত প্রধানসহ বিজেপি মন্ডল সভাপতি বাংলাদেশি সেই নিয়ে প্রশ্ন করা হলে সুজন বাবু বলেন বিজেপি তৃণমূল হল এপিড ওপিঠ। কারণ রাজারহাট এর বিজেপি মন্ডল সভাপতি তিনি হলেন বাংলাদেশ আবার মালদার প্রধান তৃণমূলের তিনি বাংলাদেশি নাগরিক। তাই এই বিজেপি ও তৃণমূলের যারা নেতা আছে আগে ডাকা হোক তাদেরকে। বাংলাকে কলুষিত করছে এই বিজেপি তৃণমূল, যার জন্য বাংলার সাধারণ মানুষকে বিপদে পড়তে হচ্ছে।

Latest