Skip to content

বাংলায় কথা বললেই বাংলাদেশী, তাহলে আমরা কারা ? মেদিনীপুর শহরে প্রতিবাদ মিছিলে CPIM....

পশ্চিম মেদিনীপুর,সেখ ওয়ারেশ আলী: বাংলায় কথা বললেই বাংলাদেশী তাহলে আমরা কারা? এই প্রশ্ন তুলে স্লোগান দিয়ে মেদিনীপুর শহরে প্রতিবাদ মিছিলে শামিল সিপিআইএম । এদিনের প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহ:সেলিম। ছিলেন জেলা সম্পাদক সহ অন্যান্য নেতৃত্বরা। মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিএম সম্পর্কে রাহুল গান্ধী ও কুনাল ঘোষের মন্তব্য প্রসঙ্গে বলতে গিয়ে মহম্মদ সেলিম বলেন, সিপিএম যে আছে এটা অস্বীকার করতে পারছে না কেউই তাই তাদেরকে বলতে হচ্ছে। পাশাপাশি তিনি জানিয়ে দেন আন্দোলনে নামতে গেলে শত্রুপক্ষ কে নির্দিষ্ট করে ঠিক করতে হয়। সিপিআইএম আরএসএস-এর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে আর রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে। বাকিরা ঠিক করবে কে কার সাথে থাকবে। এভাবেই ইন্ডিয়া জোট প্রসঙ্গে মন্তব্য করেন মহম্মদ সেলিম। দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের জেলা সভাপতির ভাইরাল ভিডিও সম্পর্কে বলতে গিয়ে মহম্মদ সেলিম বলেন, এটা কি শুধু দক্ষিণ দিনাজপুর না উত্তর দিনাজপুর গোটা রাজ্য জুড়ে একই অবস্থা। মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস দল খুলেনি একটা কারবার খুলেছে। সেখানে যত বেআইনি কার্যকলাপ এর মাধ্যমে টাকা রোজগার করা হয়। তারপর কিছু বিলি বন্টন করা হয়। এটা একজন স্বীকার করেছেন বাকিরাও বলবেন। এভাবে রাজনীতি হয় না। এতে শুধুমাত্র যারা হারামখোর তাদের সুবিধা হয়। এবার মানুষ ঠিক করবেন তারা কি করবেন, যারা হারামের টাকা খাচ্ছেন তাদের সাথে থাকবেন না কি করবেন। পাশাপাশি দিলীপ ঘোষ ইস্যুতে তাচ্ছিল্যের ভঙ্গিতেই বলেন আমরা কি হাঁসবো, কাঁদবো না হাত তুলে নাচবো।

Latest