Skip to content

বৃহস্পতিবার রীতিমতো বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন সিপিআই প্রার্থী মণিকুন্তল খামরই!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : বৃহস্পতিবার রীতিমতো বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন সিপিআই প্রার্থী মণিকুন্তল খামরই। মেদিনীপুর জোনাল পার্টি অফিস থেকে একটি বর্ণাঢ্য মিছিল করে তার কর্মী সমর্থক নিয়ে হাজির হন সদর মহকুমা শাসক অফিসে। নির্দিষ্ট নিয়ম নীতি মেনে তিনি মনোনয়ন জমা দিলেন। তবে মনোনয়ন জমা দেওয়ার আগে তিনি সাংবাদিকদের বললেন,"আমাদের লড়াই গোটা রাজ্যজুড়ে দুর্নীতি ও বেকারত্বের বিরুদ্ধে।আমরা শহরের সঙ্গে গ্রামেও প্রতিদিন প্রচার করছি।প্রতিদ্বন্দ্বী বিজেপি ও তৃণমূল কে নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন আমরা জেতার ব্যাপারে আশাবাদী।আমরা সারা বছরই মানুষের সঙ্গে লড়ায়ে থাকি। তাই মানুষ দেখছে রাজ্য এবং কেন্দ্র সরকার কি ধরনের কার্যকলাপ করে চলছে। আমরা আশাবাদী মানুষ এবার বামফ্রন্টের সঙ্গে থাকবেন। সাধারণ মানুষের যেসব সমস্যা রয়েছে সেগুলোই নিয়ে লড়াই করে চলেছি। আগামী দিনেও মানুষের সঙ্গে আমরা থাকবো। এই ভরসায় মানুষ আমাদেরকে বিধানসভা উপনির্বাচনের ভোট দিয়ে জয়ী করবেন।

Latest