Skip to content

প্রয়াত ক্রীড়াপ্রেমী তরণ আলুচাষী সৌতম রমের স্মরণে ক্রিকেট প্রতিযোগিতা!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডের মঙ্গলপাড়াতে দুদিন ধরে অনুষ্ঠিত হলো এস আর এস কাপ- ২০২৪ ক্রিকেট প্রতিযোগিতা। দুদিনের এই খেলায় আটটি দল অংশগ্রহণ করেছিল। দুই দিনের খেলার শেষে ফাইনালে খেলায় বিজয়ী হয় কেশপুরের সাঁকোটি একাদশ এবং বিজিত হয় শালবনির সৈয়দপুর স্পোটিং ক্লাব। জয়ী দলকে নগদ ১২ হাজার টাকা ও ৬ ফুটের সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয এবং বিজিত দলকে নগদ ১০ হাজার টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়। এছাড়াও প্রতিটি ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ও টুর্ণামেন্টের ম্যান অব দ্যা সিরিজ হাতেও পুরস্কার ও বিশেষ জার্সি তুলে দেওয়া হয়। চূড়ান্ত পর্যায়ের খেলা দেখতে মাঠে মঙ্গলপাড়া গ্রামের খেলার মাঠে উপস্থিত ছিলেন এলাকার নির্বাচিত জেলা পরিষদের সদস্যা অঞ্জনা মাহাতো, পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা সহ এলাকার অন্যান্য বিশিষ্টজনরা।দুদিনের এই ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে এলাকাবাসীর মধ্যে উদ্দীপনা ছিল চরমে। প্রসঙ্গত উল্লেখ্য, গত চার বছর আগে এই গ্রামের ক্রীড়াপ্রেমী তরুণ যুবক সৌতম রম আলুর দাম না পেয়ে আত্মহত্যা করেছিলেন।তাঁকে স্মরণ রেখে চন্দ্রকোনারোডের মঙ্গলপাড়া গ্রামে গত তিন বছর ধরে উদ্যোক্তারা এই খেলার আয়োজন করে আসছেন।খেলার দুই মুখ্য উদ্যোক্তা রাজু হাতি ও সৌভিক কারক বলেন "গ্রামবাসীদের স্বতঃস্ফূর্ত সহযোগিতাতেই আমরা প্রতিবছর এই খেলার আয়োজন করি। আগামী দিনেও এলাকাবাসীকে সাথে নিয়ে একইভাবে এই খেলা আয়োজিত হবে।

Latest