নিজস্ব সংবাদাতা: পশ্চিম মেদিনীপুর জেলাতে ঝড়ো হাওয়া বইছে৷ দানার তাণ্ডবে এই জেলায় ধান চাষে ব্যাপক ক্ষতি হয়েছে৷ যার জেরে মাথায় হাত চাষীদের৷ ঝড়ো হাওয়ার দাপটে প্রায় ৩০টি ইলেকট্রিক খুঁটি ভেঙে গিয়েছে৷ উপড়ে গেছে গাছ৷ বৃষ্টি ও ঝড়ের দাপট সহ্য না করতে পেরে একাধিক মাটির বাড়িও ভেঙে গিয়েছে কেশিয়াড়িতে ৷ দানার জেরে ক্ষয়ক্ষতি অনেকটাই বেশি হল পূর্ব মেদিনীপুর জেলায়। এখনও পর্যন্ত ৭১টি বিদ্যুতের খুঁটি পড়েছে। বিভিন্ন জায়গায় ২৫০-এর ও বেশি গাছ পড়ে গিয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশেদ আলি কাদেরী জানান মুখ্যমন্ত্রীকে ইতিমধ্যেই রাজ্যের পরিস্থিতি নিয়ে সার্বিক রিপোর্ট দেওয়া হয়েছে৷ যাঁদের চাষের ক্ষতি হয়েছে তাঁদের শষ্য বিমার মধ্য দিয়ে ক্ষতি পূরন দেওয়া হবে।পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানিয়েছেন, তাঁর জেলায় ৩০০-র কাছাকাছি কাঁচা বাড়ি এবং প্রায় ২০০-র কাছাকাছি ইলেকট্রিক পোস্ট ভেঙেছে। ভেঙে পড়েছে ২৫০-র কাছাকাছি গাছ। তিনি জানান, পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার রাতেই বিভিন্ন রেসকিউ সেন্টারে বহু মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁদের পর্যাপ্ত খাবার ও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই সকালে বাড়ি ফিরে গিয়েছেন। তবে ঘূর্ণিঝড় দানার ঝাপটায় ক্ষতি হয়েছে সমুদ্র এলাকায় বাঁধের। দু'একটি জায়গায় ফাটল দেখা দিয়েছে। সেই জায়গায় মেরামতির কাজ দ্রুত শুরু করা হবে বলে জানিয়েছেন জেলাশাসক। রাতে হাওয়ার গতিবেগ বেশি থাকায় হয়েছে জলোচ্ছ্বাস। তবে সবকিছু মিলিয়ে জেলায় বড় ক্ষতির ছবিটা নেই বলেই জানিয়েছেন জেলাশাসক।