নিজস্ব সংবাদদাতা : ওয়াকফ বিল ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানাল দাউদি বোহরা সম্প্রদায়ের প্রতিনিধিরা। দীর্ঘদিন ধরেই তারা এই আইনের দাবি জানিয়ে আসছিলেন। সেই আশা পূরণ হয়েছে তাদের। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এই বিশেষ সম্প্রদায়ের প্রতিনিধিরা।মুসলিম সম্প্রদায়েরই অংশ এই দাউদি বোহরা। ইসলাম ধর্মের শিয়া সম্প্রদায়ের ইসমাইল অনুসারী সম্প্রদায়। সম্প্রদায়টির বৃহত্তম সংখ্যা ভারত, পাকিস্তান, ইয়েমেন, পূর্ব আফ্রিকা এবং উপসাগরীয় রাজ্যে বাস করে। এছাড়াও মধ্য প্রাচ্য,পূর্ব আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়ায় উল্লেখযোগ্য বসতি রয়েছে। ধারণা করা হয় বিশ্বব্যাপী এক মিলিয়নে বেশি সংখ্যক বোহররা সম্প্রদায়ের অনুসারী রয়েছে। মূলত পশ্চিম ভারতের বাসিন্দা হলেও বিশ্বের ৪০টি দেশে এদের অস্তিত্ব লক্ষ্যনীয়। আল-দাই-আল-মুতলাক নামে ধর্মগুরুর আদর্শ মেনে চলেন এই দাউদি বোহরারা। প্রধানত এই সম্প্রদায়ের মানুষজন গুজরাতি ভাষায় কথা বলেন। তাদের কথ্য ভাষা গুজরাতি ও আরবির সংমিশ্রণ।