Skip to content

'জলছত্র'- এর দ্বিতীয় দিন !

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :  গতকাল ২২শে এপ্রিল সোমবার শহর তৃণমূল যুব কংগ্রেস এর উদ্যোগে ও মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস এর সহযোগিতায় প্রখর তাপপ্রবাহে তৃষ্ণার্ত মানুষের সেবায় জলছত্র কর্মসূচির প্রথম দিন ছিল। যা হয়েছিল মেদিনীপুর শহরের অন্যতম প্রাণকেন্দ্র LIC মোড়ে। আজ ছিল তার দ্বিতীয় দিন । সকাল ১০টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি আজও চলে সারাদিন। তৃণমূল যুব কংগ্রেস এর পক্ষ থেকে যুব কর্মীরা পথচলতি সাধারণ মানুষ সহ বাস-অটো-টোটো চালকদের হাতে তুলে দেন ঠান্ডা সরবত ও তরমুজ। তারই সাথে অস্থায়ী বিশ্রামাগারে পথচলতি মানুষ সাময়িক বিশ্রাম নেয় । আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তী, এই কর্মসূচির প্রধান উদ্যোক্তা তথা মেদিনীপুর শহর তৃণমূল যুব কংগ্রেস এর সহ সভাপতি আবীর আগরওয়াল, সহ তৃণমূল যুব কংগ্রেস, INTTUC, বিভিন্ন ওয়ার্ডের যুব সভাপতিবৃন্দ এবং তৃণমূল কংগ্রেস এর বিভিন্ন শাখা সংগঠনের কর্মী ও নেতৃত্ববৃন্দ।

Latest