Skip to content

ডালমিয়া ভারত ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান কর্মসূচী!

1 min read

পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : মেদিনীপুরের কুইকোটায় অবস্থিত ডালমিয়া ভারত ফাউন্ডেশনের "ডালমিয়া স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট" এর উদ্যোগে মঙ্গলবার নাবার্ড এর পক্ষ থেকে অনুষ্ঠিত হলো সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান। এই অনুষ্ঠানে এই ইনস্টিটিউট এর জেনারেল ডিউটি এসিস্ট্যান্ট এবং এসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান কোর্সের ৬০ জন শিক্ষার্থীর হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার ডিডিএম আকাশ শর্মা,এল ডি এম শুভঙ্কর মাহাত। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডালমিয়া সিমেন্টের সি এস আর হেড সুধীর রঞ্জন মোহান্তি,প্যান্ট হেড পংকজ গুপ্তা, রিজিওনাল ম্যানেজার শ্যাম সুন্দর শূর,দীক্ষা ইনস্টিটিউট এর সেন্টার ম্যানেজার ইরসাদ আলম আনসারী,জিডিএ ট্রেনার সুস্নেহা রায়, কমিউনিটি মোবিলাইজার মুশিয়ার খাঁন‌ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। দীক্ষা বা ডালমিয়া ইনস্টিটিউট অফ নলেজ এন্ড স্কিল হারনেসিং এর মাধ্যমে ডালমিয়া ভারত ফাউন্ডেশনের পক্ষ থেকে ধারাবাহিক ভাবে স্থানীয় বাছাই করা কিছু যুবক-যুবতীকে স্বনির্ভর করার লক্ষ্যে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দেওয়ার লক্ষ্যে নানা ধরনের স্কিল বিষয়ে স্বল্পমেয়াদী ট্রেনিং দেওয়া হয় এবং তাদের বিভিন্ন স্কিল সম্পর্কে সচেতন করা হয়।

May be an image of 6 people, people studying, office and text

Latest